মাদারীপুরের রাজৈরে সোয়া তিনকোটি টাকার পানিরোধক কজওয়ে কোন কাজেই আসছে না
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
মাদারীপুরের রাজৈরে সোয়া তিনকোটি টাকা ব্যয়ে পানিরোধক কজওয়ে নির্মানের দুই বছর পরও কোন কাজেই আসছে না। বর্ষায় কজওয়েটি তলিয়ে গেলে দুর্ভোগ পড়ে স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড বলছে, আগাম বন্যা ঠেকাতেই নির্মাণ করা হয়েছে নতুন পদ্ধতির এই কজওয়ে।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পেলে তলিয়ে যায় পুরো কজ ওয়েটি। পানি না আটকাতে না পারায় মাছের ঘের ও জমির ফসল তলিয়ে যায় পানিতে। ক্ষতির মুখে পড়েন মৎস চাষী ও কৃষকরা।
রাজৈর-কোটালীপাড়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের আওতায় এটি নির্মাণ করে খুলনার ঠিকাদারী প্রতিষ্ঠান আমিন এ্যান্ড কোং লিমিটেড। নির্মানের পর আর কোন খোঁজ’ই রাখেনি সংশ্লিষ্ট কেউ।
পাউবো বলছে, বালুর বস্তা ফেলে আগাম বন্যা ঠেকাতেই নির্মাণ করা হয়েছে কজওয়েটি।










