মাদারীপুরের ডাসারে প্রতিপক্ষের হামলায় নিহত জাহিদ মীরের হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ

- আপডেট সময় : ০১:৪২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ১৬৯৯ বার পড়া হয়েছে
মাদারীপুরের ডাসারে প্রতিপক্ষের হামলায় নিহত জাহিদ মীরের হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
আজ সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে বিচারের দাবিতে একটি স্মারকলিপি জমা দেয়া হয়। এলাকাবাসী জানান, গত ১৪ নভেম্বর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডাসার থানার বালীগ্রাম এলাকার ঘুঙ্গিয়াকুল গ্রামের জাহিদ মীরের সাথে ঝাউদি এলাকার কালাইমারা গ্রামের সাকিবের ও জাহিদের মাঝে দ্বন্দ্ব হয়। এ সময় জাহিদকে নির্জন জায়গায় ডেকে নিয়ে যায় সাকিব। সেখানেই জাহিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। গেলো রাতে জাহিদ মীর সেখানে বসে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনায় ১৫ নভেম্বর মাদারীপুর সদর থানায় লোকমান শরীফ, সমসের সওদারগার, শাকিবসহ ৭ জনকে আসামী করে হত্যা মামলা করেন জাহিদের পিতা মজিবর মীর। কিন্তু দীর্ঘদিনেও আসামী গ্রেফতার না হওয়ায় বিচারের দাবীতে এই কর্মসূচি পালন করেন।