মাদারীপুরের কালকিনিতে পানির দরে বিক্রি করে দেয়া হলো অর্ধশত গাছ

- আপডেট সময় : ০১:৪৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
মাদারীপুরের কালকিনিতে পানির দরে বিক্রি করে দেয়া হলো অর্ধশত গাছ। এর মধ্যে রয়েছে পুরনো মেহগনি, রেইন ট্রিসহ বিভিন্ন প্রজাতির গাছ।নাম মাত্র দাম দেখিয়ে গাছগুলো বিক্রি করায় সরকার বিপুল পরিমান রাজস্ব বঞ্চিত হয়েছে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। গাছ বিক্রির দুর্নীতি তদন্তের দাবি জানিয়েছেন পরিবেশভিত্তিক সংগঠনের নেতারা।
মাদারীপুরের কালকিনির সিডিখান থেকে শিকদার বাজার পর্যন্ত ১১৮টি গাছ বিক্রির জন্য গত ১৩ জুলাই উপজেলা ভুমি অফিসের পক্ষ থেকে নিলামের জন্য নোটিশ দেয়। এরই মধ্যে নিলামে অংশ নেয়া ব্যবসায়ীরা তড়িঘড়ি করে গাছগুলো কাটা শুরু করেছে। নামমাত্র দাম দেখিয়ে গাছগুলো বিক্রি করায় ক্ষুব্ধ স্থানীয়রা।
এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যের দোহাই দিয়ে গণমাধ্যমে কথা বলতে চায়নি নিলামে অংশগ্রহণকারী।
কেটে ফেলা গাছ গুলোর মূল্য দুই থেকে তিন কোটি টাকা জানিয়ে পরিবেশভিক্তিক সংগঠনের নেতারা ঘটনায় দাবি করেন।
এদিকে, উপজেলা প্রশাসন জানায়, এলজিইডি’র সড়ক উন্নয়নের জন্য নিয়ম মেনেই গাছগুলো বিক্রি করা হয়েছে।