মাদারীপুরের কালকিনি ও ফেনী পৌরসভা নির্বাচনে সহিংসতার খবর পাওয়া গেছে
- আপডেট সময় : ০১:২৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
মাদারীপুরের কালকিনি ও ফেনী পৌরসভা নির্বাচনে সহিংসতার খবর পাওয়া গেছে। ১৪ নং ওয়ার্ডের মেহেদী সাইদী কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থীসহ দুই কাউন্সিলরকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত হন তারা। কেন্দ্রে পাশে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
সকাল ৯টার দিকে কেন্দ্রের পাশে হামলায় আহত হয়েছেন বিএনপি সমর্থিত গাজর প্রতীকের নুরুল ইসলাম ও ডালিম প্রতীকের তাজুল ইসলাম পাভেল। তারা জানান, ভোট দিতে গেলে উট পাখি মার্কার দিদারুল ইসলাম দিদারের সমর্থকরা মারধর করে। রাত থেকেই বহিরাগত সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে রেখেছে এমন অভিযোগও তাদের। অভিযোগ অস্বীকার করেছেন আ’লীগ সমর্থিত প্রার্থী দিদারুল ইসলাম দিদার। কেন্দ্রে দায়িত্বে সহকারী পুলিশ সুপার জানান, হামলার ব্যাপারে পুলিশ এখনো কোন অভিযোগ পায়নি।
….
এদিকে, মাদারীপুরের কালকিনিতে নির্বাচনী পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ১৪ জন সমর্থক আহত হয়েছেন। শুক্রবার রাত ৮ টার দিকে কালকিনি পৌর এলাকার দক্ষিণ জোনারদন্দী এলাকায় এ ঘটনা ঘটে।


















