মাদারীপুরে শুরু হয়েছে ৩০ টাকায় চাল ও ১৮ টাকায় আটা বিক্রি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
মাদারীপুর জেলায় ১১টি পয়েন্টে ৩০ টাকায় চাল ও ১৮ টাকায় আটা বিক্রি শুরু হয়েছে। জেলা খাদ্য অধিদপ্তরের মাধ্যমে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ মানুষকে খাদ্য সহায়তা দেয়ার জন্য এ কার্যক্রম হাতে নেয়া হয়।
দুপুরে কালকিনি উপজেলায় খাদ্য বিক্রি কার্যক্রম উদ্ধোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এতে প্রত্যেক পরিবার ৫ কেজি করে চাল ও আটা কিনতে পারবেন। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাস্ক পড়ে সামাজিক দূরুত্ব বজায় রেখে ডিলার পয়েন্ট থেকে চাল ও আটা কিনতে পারবেন। উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল আলম সুজন, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্মতা মোহাম্মদ মেহেদী হাসান উপস্থিত ছিলেন।