মাদারীপুরে শিশু ও নারী উন্নয়নে ওরিয়েনন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
মাদারীপুরে শিশু ও নারী উন্নয়নে ওরিয়েনন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে সদর উপজেলা পরিষদের আছমত আলী খান মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেয়া ইমাম, পুরোহিত, জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও ও ক্রিড়া প্রতিনিধিরা শিশু ও নারীর উন্নয়ন নিয়ে নানা ধরনের প্রশ্ন করা হয়। প্রশ্নের জবাবে- সমাজের সবর্স্থরের মানুষদের শিশু ও নারীর উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।