মাদারীপুরে যাত্রীবেশে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:৪৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
 - / ১৫৭৭ বার পড়া হয়েছে
 
মাদারীপুরে যাত্রীবেশে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সকালে শহরের লেকেরপাড়ে পুলিশ সুপারের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।
গুরুতর অসুস্থ চালক রোমান মাতুব্বরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, কালকিনির মিনাজদী থেকে ৪ জন যাত্রী নিয়ে মাদারীপুরে আসে চালক রোমান। পরে তরলজাত খাবারের সাথে চেতনানাশক মেশায় দুর্বৃত্তরা। মাঝপথে তারা কৌশলে রোমানকে সেই পানি পান করায়। এতে অসুস্থ হয়ে পড়ে রোমানকে ফেলে রেখে ইজিবাইক, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানান, দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
																			
																		














