মাদারীপুরে ভুট্টা চাষে এবার বাম্পার ফলন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
মাদারীপুরের কালকিনিতে অনাবাদি জমিতে ভুট্টা চাষে এবার বাম্পার ফলন হয়েছে। কম খরচে ভালো দাম পাওয়ায় লাভবান হয়েছেন অনেক কৃষক। তাদেরকে বিনামূল্যে সার ও বীজ দিয়েছে কৃষি বিভাগ।
মাদারীপুরের কালকিনি উপজেলায় এক সময় হেক্টরের পর হেক্টর জমি অনাবাদি থাকতো। এসব জমিতে ফসল ফলাতে কৃষকদের নিয়ে উঠান বৈঠক করে উপজেলা কৃষি বিভাগ। পরে, ৪৫ হেক্টর অনাবাদি জমিতে ভুট্টার চাষ করা হয়। এতে প্রায় সাড়ে নয় হাজার মন ভুট্টা হয়। প্রতিমন ভুট্টা এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। এই ফলনে বেশ খুশি চাষিরা।
কৃষকদের বিনামূল্যে সার-বীজ দেয়ার কথা জানায়, কৃষি কর্মকর্তা।
উপজেলার আরো দুই হেক্টর অনাবাদি জমি চাষাবাদের উপযোগী করে তুলতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে, কৃষি বিভাগ।

















