মাদারীপুরে ভাড়াটিয়ার রডের আঘাতে বাড়িওয়ালার মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচর পৌরসভার ৩নং ওয়ার্ডের গুয়াতলা এলাকায় ভাড়াটিয়ার রডের আঘাতে বাড়িওয়ালার মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আবু আলমের ৩ তলা বাড়ির নিচতলায় মায়া বেগম ৩ বছর ধরে ভাড়া থাকেন। মায়া বেগম ও তার পরিবারের সন্দেহজনক চলাচলে দীর্ঘদিন ধরেই বাড়ি ছেড়ে দিতে নোটিশ দেন বাড়িওয়ালা। এরই জের ধরে বাড়িওয়ালা আবু আলম আকনের সঙ্গে মায়া বেগমের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ভাড়াটিয়া মায়া বেগমের ভগ্নিপতি বিপ্লব মিয়ার নেতৃত্বে ৬-৭ জনের একটি দল- আবু আলম আকন ও তার পরিবারের উপর হামলা চালায়। এসময় আবু আলমের বুকে রড দিয়ে আঘাত করলে তিনি সংজ্ঞা হারান। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হলে গেল রাতে চিকিৎসাধীন অবস্থায় আবু আলম আকন মারা যান।