মাদারীপুরে বাংলাবাজার ঘাটের কাছে ডুবে যাওয়া ডাম্ব ফেরি উদ্ধার কাজ শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটের কাছে ডুবে যাওয়া ডাম্ব ফেরি উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ নির্ভিক।
রোববার রাতে ডাম্ব ফেরী রানীগঞ্জ শিমুলিয়া ঘাট থেকে ৭টি বাস, ৭টি ট্রাকসহ ২২টি যানবাহন নিয়ে শিবচরের বাংলাবাজার ঘাটে রওনা করে। ফেরিটি পদ্মা সেতু পার হওয়ার পর ড্রেজারের পাইপের সাথে ধাক্কা লেগে তলা ফেটে যায়। অস্বাভাবিক হারে পানি ঢুকতে থাকলে ফেরির স্টাফরা লেপ তোসক বালির বস্তা দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ২টি সেলো মেশিন লাগিয়ে পানি অপসারণের চেষ্টা করেও ব্যর্থ হলে ফেরির মাস্টার দ্রুত ফেরিটি বাংলাবাজার ঘাটে নিয়ে কোনমতে যানবাহনগুলো ও যাত্রী নামায়।



















