মাদারীপুরে খাদ্য সংকটে লোকালয়ে বেড়েছে বানরের উৎপাত
																
								
							
                                - আপডেট সময় : ০৩:৫০:২১ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
 - / ১৯৬১ বার পড়া হয়েছে
 
মাদারীপুরে খাদ্য সংকটে লোকালয়ে বেড়েছে বানরের উৎপাত। প্রতিনিয়তই বাসাবাড়িতে হামলা করছে বানর। ভারসাম্য রক্ষায় বানর বাঁচিয়ে রাখার আহবান স্থানীয়দের। বন বিভাগ জানিয়েছে, সাধ্যমতো খাবার দেয়া হচ্ছে। অনিয়ম হলে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের।
মাদারীপুরের নয়াচর ও চরমুগরিয়া এলাকায় খাবারের সন্ধানে ছোটাছুটি করছে বানর। কখনও ফল গাছে, কখনও ঘরের চালে। সকাল থেকে বিকেল, দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে বানর। পর্যাপ্ত খাবার না থাকায় হানা দিচ্ছে বাসা-বাড়িতে। এতে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা।
এক সময় বানরের অভয়ারন্য হিসেবে পরিচিত ছিল চরমুগরিয়া এলাকা। একদিকে খাদ্য সংকট, অন্যদিকে ঘনবসতি দুই কারণে কমে গেছে বানরের সংখ্যা। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই প্রাণী টিকিয়ে রাখার আহবান এলাকাবাসীর। সরকারিভাবে বানরের জন্য খাবার বরাদ্দ থাকলেও তাও নিয়মিত দেয়া হয় না বলেও অভিযোগ রয়েছে। বন কর্মকর্তা জানান, বরাদ্দ কম থাকায় বিভিন্ন স্পটে মাসে ১২দিন খাবার দেয়া হচ্ছে বানরদের।
এদিকে বানরের খাবার বিতরণে কোন অনিয়ম থাকলে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের। মাদারীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় ৮ হাজার বানর থাকলেও তা কমে দাঁড়িয়েছে এক হাজারে। চলতি অর্থবছরে বানরের জন্য খাবারের বরাদ্দ দেয়া হয় ২৭ লাখ টাকা।
																			
																		














