মাদারীপুর ও ফেনী থেকে দু’জনের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
মাদারীপুর ও ফেনী থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মাদারীপুরের শিবচর পৌরসভার একটি ফ্লাটে তালাবন্দী তরুণীর গলিত মরদেহের সন্ধান পায় পুলিশ। এরপর সোমবার বিকেলে গুয়াতলা এলাকার সৌদি প্রবাসী শহীদুল মজুমদারের বাড়ির নীচতলার ওই ফ্লাটের তালা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। ২৫ জানুয়ারি ছেলে ও মেয়েসহ এক মহিলা বাসাটি ভাড়া নেয়।
ফেনীর ছাগলনাইয়ায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যায় দূর্গাপুর গ্রামে পুকুরের মাছ ভাগ করা নিয়ে খুরশিদ আলম ও অংশীদারদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষের সময় খুরশিদ আলমের আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।