মাদরাসা জাতীয় করণের দাবিতে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
রেজিষ্টার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয় করণের দাবিতে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টার দিকে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি নীলফামারী জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার রেজিস্ট্রেশন প্রাপ্ত ইবতেদায়ী মাদরাসার শিক্ষকগণ অংশ গ্রহণ করেন। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি আবু মুসা ভুঁইয়া, সহসভাপিত জনাব আলী, সাধারণ সম্পাদক লেবু মিয়া, সাংগঠনিক সম্পাদক আজাহারুল ইসলাম প্রমূখ। মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী দীপু মনি বরাবরে স্মারকলিপি প্রদান করে শিক্ষকরা।