মাদক সেবনের টাকা না দেয়ায় মাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনের টাকা না দেয়ায় মাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে নজরুল ইসলাম।
নারায়ণগঞ্জের শিংলাবোয় রাতে বাড়ি ফিরে মাদকসেবী সাইফুল তার মার কাছে টাকা চায়। এসময় তার মা গালমন্দ করলে ক্ষিপ্ত হয়ে সাইফুল তার মাকে রড দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। পরে প্রতিবেশিরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
এদিকে, নাটোরের নলডাঙ্গায় ছিনতাইকারীর হামলায় অরুণ শর্মা নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। খবর পেয়ে পুলিশ সুপারসহ উর্দ্ধোতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।