ট্রাইব্যুনাল নয়, মাদক মামলার বিচার হবে বিশেষ আদালতে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬২৭ বার পড়া হয়েছে
প্রশাসনিক জটিলতা এবং মামলার দীর্ঘসূত্রিতা বাড়ার কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন হবে না। বিদ্যমান এখতিয়ার সম্পন্ন দায়রা আদালতেই এসব মামলা বিচার করা যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে, সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব।
সচিব জানান, ২০১৮ সালে আইনটি সংশোধন হওয়ার পরে প্রায় দু’বছরে প্রশাসনিক জটিলতায় আলাদা ট্রাইব্যুনাল গঠন করা যায়নি। ফলে এ সময়ের মধ্যে মামলার সংখ্যা বাড়তে থাকে। এ কারণে দ্রুত বিচার কাজ শুরু করতে ৪৪ ধারার পরিবর্তন এনে এখতিয়ার সম্পন্ন আদালতে মাদকের মামলা বিচার শুরু করার বিষয়টি মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।















