মাদক অ্যামফিটামিন চক্রের মূলহোতা আবুল কালাম আজাদ বান্টি গ্রেফতার

- আপডেট সময় : ০৭:৪৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
- / ১৬১৬ বার পড়া হয়েছে
বিমান বন্দর থেকে নতুন মাদক অ্যামফিটামিন উদ্ধারের ঘটনায় এর সঙ্গে জড়িত ও বিক্রি চক্রের মূলহোতা আবুল কালাম আজাদ বান্টিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ ঘটনায় মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, অ্যামফিটামিন পাউডার পাচারের জন্য সীমান্ত এলাকা বেনাপোল দিয়ে ভারত থেকে বাংলাদেশে আমদানি করেছিল তারা। আমদানির পর বান্টি এসব অ্যামফিটামিন জুনায়েদ ইবনে সিদ্দিকী ও নজরুল ইসলামের কাছে বিক্রি করে। বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে এসব অ্যামফিটামিন মালয়েশিয়া হয়ে অস্ট্রেলিয়া পাচারের জন্য তারা কিনেছিলেন। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আহসানুল জাব্বার। পালাতক বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। গত ৯ সেপ্টেম্বর শাহজালাল বিমানবন্দরের রফতানি কার্গো ভিলেজ থেকে ১২ কেজি ৩২০ গ্রাম নতুন মাদক অ্যামফিটামিন পাউডার উদ্ধার করা হয়।