মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে জামালপুরে পেঁয়াজের দাম দ্বিগুণ
- আপডেট সময় : ০২:৩৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়েছে জামালপুরে। বৃহস্পতিবার খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয় ৩০ টাকা। কিন্তু, শুক্রবার বিকেলে দাম বেড়ে হয় ৬০ টাকা।গত সপ্তাহে বৃষ্টির কারণে পেঁয়াজ নষ্ট ও সরবরাহ কমে যাওয়ায় দাম দ্বিগুণ বলে জানান পাইকারি বিক্রেতারা।
এদিকে বাজারে প্রচুর সরবরাহ থাকার পরও মূল্য বৃদ্ধি—পেঁয়াজ সিন্ডিকেটের কারসাজি বলে অভিযোগ করেন ক্রেতারা। দেওয়ানগঞ্জ বাজারে পেঁয়াজ কিনতে আসা ক্রেতাদের অনেকেই আক্ষেপ করে জানান, বাজারে পেঁয়াজের প্রচুর সরবরাহ কিন্তু দাম আজ দ্বিগুণ। শুধু পেঁয়াজের দামই নয়, প্রতিটি কাঁচা সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। এদিকে সরকারিভাবেও জেলা ও উপজেলা গুলোতেও নেই বাজার মনিটরিং ব্যবস্থা। পেঁয়াজসহ সব রকম দ্রব্যমুল্যের লাগাম টানতে সরকারিভাবে বাজার মনিটরিংয়ের জোর দাবি করেন ক্রেতারা। এ বিষয়ে একাধিকবার ফোন দিয়েও মন্তব্য পাওয়া যায়নি জামালপুরের জেলা প্রশাসকের।










