মাত্র দেড় ঘণ্টায় আমার জীবন পুরোপুরি বদলে গেছে
- আপডেট সময় : ০৭:৩৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
‘মাত্র দেড় ঘণ্টায় আমার জীবন পুরোপুরি বদলে গেছে।’আইপিএলের ১২ বছর পূর্তিতে স্মৃতিচারণ করতে গিয়ে এ কথা বলেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
ইএসপিএন ক্রিকিফোকে দেয়া সাক্ষাৎকারে শনিবার ম্যাককালাম বলেন, ক্রিকেটে একটি কথা রয়েছে, একটা চমকই ক্যারিয়ার বদলে দিতে সক্ষম। আর সেই চমকটা তিনি দিতে পেরেছিলাম আইপিএলের উদ্বোধনী ম্যাচে। ১২ বছর আগে ২০০৮ সালের ১৮ এপ্রিলে মাঠে প্রথম বল গড়ায় আইপিএলের। কলকাতা নাইট রাইডার্সের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বোলারদের তুলোধুনো করেন ম্যাককালাম। ইনিংসের ১২০ বলের মধ্যে তিনি একাই ৭৩ বল মোকাবেলা করেন। ১০ চারের পাশাপাশি ১৩টি বিশাল ছক্কায় ১৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন।
আইপিএলের প্রথম ম্যাচকেই স্মরণীয় করে রাখা কিইউ কিংবদন্তি বলেন, আসলে ভাগ্য অনেক বড় ফ্যাক্টর। আইপিএলে প্রথম বলের মুখোমুখি হওয়া ব্যাটসম্যান ম্যাককালাম বলেন, এটা একটা ইতিহাস। বলতে পারেন সেদিন ভাগ্য আমাকে নিজে এসে ধরা দিয়েছিল।





















