মাঠ ভরা সৌন্দর্য দেখতে যশোরের গদখালিতে ছুটে আসছে প্রকৃতিপ্রেমীরা

- আপডেট সময় : ০২:১৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
মাঠ ভরা সৌন্দর্য দেখতে ফুলের সাম্রাজ্যখ্যাত যশোরের গদখালিতে ছুটে আসছে প্রকৃতিপ্রেমীরা। প্রতিদিন সকাল-সন্ধ্যা পর্যটকে জমজমাট থাকে গদখালি এলাকা। সব বয়সী মানুষের উপস্থিতিতে এলাকাটি নতুন পর্যটন কেন্দ্রের রূপ নিচ্ছে।
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নজুড়ে মাঠে মাঠে ফুল আর ফুল। বসন্তের মাতাল বাতাসে সবুজ মাঠে দোল খাচ্ছে গোলাপ, গাদা, রজনীগন্ধ্যা, জারবেরা, চন্দ্র মল্লিকাসহ কমপক্ষে ১২ রকমের বাহারি রঙের ফুল। এই মনোরম দৃশ্য উপভোগ করতে দেশের বিভিন্ন এলাকার মানুষ ছুটে আসছে গদখালিতে।
ছুটির দিনে ভিড় হয় অনেক বেশি। ঘুরে দেখার সময় কেউ ছবি তোলেন, কেউবা ফুলের মালা পরে প্রিয়জনের সাথে আড্ডা দেন।
ভিড়ের কারণে ফুলক্ষেতের কিছুটা ক্ষতি হলেও, বাণিজ্যিক সুবিধা পাওয়ায় খুশি চাষি ও ব্যবসায়ীরা।
বিশ্রামাগারসহ পর্যটন কেন্দ্রের সব সুযোগ-সুবিধার দাবি জানিয়েছে বেড়াতে আসা মানুষ।
পর্যটন কেন্দ্রের স্বপ্ন দেখছে স্থানীয় কৃষি বিভাগসহ ফুল ব্যবসায়ী নেতারা।
এদিকে, পর্যটন কেন্দ্র গঠনের সম্ভাব্যতা যাচাই করছে পর্যটন কর্পোরশেন। খুব শিগগিরই দর্শনার্থীরা সেবা পাবেন বলে জানান তারা।
এ বছর যশোরে প্রায় সাড়ে চার হাজার হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ হয়েছে।