মাঝে মধ্যে অভিযান চালিয়ে গণপরিবহনের সীমাহীন নৈরাজ্য বন্ধ সম্ভব নয়
- আপডেট সময় : ০৭:১৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
বর্ধিত ভাড়া তালিকা টানানো হয়নি অনেক পরিবহনে। যে কারণে বর্ধিত ভাড়া নিয়ে যাত্রীরা পড়ছেন নানামুখী ভোগান্তিতে। পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন, ৫ থেকে ১০ শতাংশ গণপরিবহন অতিরিক্ত ভাড়া নিচ্ছে। তবে প্রমাণ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে। আর যাত্রী কল্যাণ সমিতি মনে করছে,মাঝে মধ্যে অভিযান চালিয়ে গণপরিবহনের সীমাহীন নৈরাজ্য বন্ধ সম্ভব নয়।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির মাঝেই আরেক ধাপ বাড়ানো হয়েছে জ্বালানি তেলের মূল্য। ফলে গণপরবিহনেও নতুন ভাড়া নির্ধারণ করতে হয়েছে সরকারকে। কিন্তু অনেক পরিবহনেই মানা হচ্ছেনা সেই সিদ্ধান্ত। বর্ধিত ভাড়ার চেয়েও আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। এই নিয়ে যাত্রী এবং পরিবহন কর্মীদের মাঝে ঘটছে অপ্রীতিকর ঘটনা। রাজধানীর মিরপুরে দ্বিতীয় দিনের মত চলছে পরিবহন শ্রমিকদের অঘোষিত ধর্মঘট। গন্তব্যে যেতে সকাল থেকে মিরপুরের বিভিন্ন পয়েন্টে অপেক্ষমান যাত্রীদের পড়তে হয় নানামুখী ভোগান্তিতে।
এদিকে নির্ধারণ করে দেয়া ভাড়ার তালিকাও টানানো হয়নি অনেক গাড়িতেই। জানতে চাইলে পরিবহন সংশ্লিষ্টরা দিচ্ছেন নানা অজুহাত।
দূরপাল্লার বাসেও বেঁধে দেয়া মূল্যের চেয়ে বেশী ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। যাত্রীরা বলছেন, বাধ্য হয়েই যাতায়াত করতে হচ্ছে তাদের।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলছেন, গুটিকয়েক মোবাইল কোর্ট করে সমস্যার সমাধান মিলবে না। সিএনজিচালিত বাসেও ভাড়া বৃদ্ধির অভিযোগ করেন তিনি।
পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন, অনিয়ম করলে ছাড় দেয়া হচ্ছে না। তবে হুট করেই এ সমস্যার সমাধান হবে না।
৫ থেকে ১০ শতাংশ গাড়িতে যাত্রী ভাড়া নিয়ে অনিয়ম পাওয়ার কথা স্বীকার করেন তিনি।





















