মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়ে ফিরলো মরদেহ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরে থেকে ভাসমান অবস্থায় দিদার ফকির নামে এক মাদ্রাসার ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গেলরাতে উপজেলার দিগনগর গ্রামের ৱপুকুর থেকে ভাসমান অবস্থায় ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয় দিদার ফকির। এরপর থেকে সে আর বাড়ী ফিরে আসেনি। পরে খোঁজ করেও সন্ধান না পেয়ে পুলিশে খবর দেয় পরিবারের লোকজন। সোমবার রাতে একই এলাকার মনির পুকুরে দিদারের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।