মাগুরার আবৃত্তি সংগঠন ‘কন্ঠবীথি’র দু’দিনব্যাপী উৎসব
- আপডেট সময় : ০৭:৪৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
‘সশব্দ চেতনায় দুইযুগ’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার আবৃত্তি সংগঠন ‘কন্ঠবীথি’র দু’দিনব্যাপী উৎসব করেছে। এতে, ভাষা সৈনিক খান জিয়াউল হক স্বর্ণপদক প্রদান করা হয়েছে। শহরের শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার চত্বরে উৎসবে দেশের বরেণ্য আবৃত্তি শিল্পীরা অংশ নেন।
মাগুরার একমাত্র আবৃত্তি সংগঠন কন্ঠবীথির ২৪বছর পূর্তি উপলক্ষে দু’দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়। শুক্রবার সকালে রেলীর মধ্য দিয়ে শুরু হয়ে উৎসব চলে শনিবার রাত পর্যন্ত। সারাদেশ থেকে বাছাই করা শিল্পীদের নিয়ে ভাষাসৈনিক জিয়াউল হক স্বর্ণপদক আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় দেড় শতাধিক প্রতিযোগী অংশ নেন। এ বছর দেশসেরা হয়েছেন বরিশালের প্রতিযোগী শামসুন্নাহার নিপা। সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পদক ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
দুই দিনব্যাপী এ উৎসবে কন্ঠবীথির প্রতিশ্রুতিশীল সদস্য ও দেশ বরেণ্য আবৃত্তি শিল্পীরাও আবৃত্তি করেন।










