মাইলস্টোন ট্র্যাজেডিতে পুড়ে ছাই ৫ দেহাংশের ডিএনএ টেস্ট সম্পন্ন

- আপডেট সময় : ০৯:২৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ১৬১২ বার পড়া হয়েছে
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনার তিন দিন পর ক্যাম্পাসে ফিরেছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। সকাল থেকেই কাম্পাসে আসতে শুরু করেন তারা। আকস্মিক দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি শিক্ষকরা। তবে এখনো পুরো ক্যাম্পাস আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। শিক্ষার্থীদের প্রবেশের অনুমতি মেলেনি। গণমাধ্যমসহ সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ। আশপাশের এলাকায় উৎসুক জনতার উপস্থিতি ব্যাপক।
মাইলস্টোন স্কুল এন্ড কলেজ- এ যেনো এক স্তব্ধতার নাম। শুনলেই এখন চোখের সামনে ভেসে উঠে কোমলমতী শিশুদের আত্মনাত। শোকাবহ মাইলস্টোন ক্যাম্পাসে চলছে স্তব্ধতা।
এখনও নিঁখোজ একমাত্র সন্তানের খোঁজে স্কুল প্রঙ্গনে এক মায়ের আত্মনাত। কেনো মিলছে না নিখোঁজ সন্তানের খোঁজ-এ প্রশ্ন যেন জাতির কাছে।
মাইলস্টোন স্কুলের মর্মান্তিক দূর্ঘটনার তিন দিন পর ক্যাম্পাসে ফিরেছেন শিক্ষক, কর্মকতা-কর্মচারীরা সকাল থেকেই তারা কাম্পাসে আসতে শুরু করেন। আকস্মিক দূর্ঘটনায় ব্যাপক প্রানহানির ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি শিক্ষকরা। তবে প্রিয় প্রতিষ্ঠানে ফেরার অনুমতি মেলেনি শিক্ষার্থীদের।
বিমান দূর্ঘটনা শিক্ষক শিক্ষার্থীসহ অভিবাবকরাও ট্রমাটাইজ। তাদের সাহস যোগাতে কাজ করছে স্কুল কতৃর্পক্ষ গঠিত কমিটি। চলছে হতাহতের তালিকা তৈরির কাজ।
গনমাধ্যমসহ সর্বসাধারনকে নিরাপত্তার কারণে. ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি। তবে পূর্ব পাশে বিমান বিধ্বস্তের স্থানটির একাংশ বাইরে থেকে দেখার সুযোগ পাচ্ছেন জনতা।অনেকে ছবি তুলছেন, ভিডিও করছেন। তারা বলছেন, সবাই ট্রমাটাইজ। গনমাধ্যমের খবর দেখে ঘটনার ভয়াবহতা স্বচোখে দেখতে এসেছেন তারা।
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানি ঘটে; যাদের অধিকাংশই কোমলমতি শিক্ষার্থী। আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক। এই মর্মান্তিক ঘটনায় দেশ যেনো স্থবির হয়ে পড়ে। অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন মানসিকভাবে।