মাইক্রোবাস খাদে পড়ে এসআই নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ২০৪১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মোহাম্মদ মনিরুজ্জামান নামে কোতোয়ালী মডেল থানার এক এসআই নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছে মাইক্রোবাস চালক।
গতরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নারায়ণগঞ্জ থেকে মামলার সাক্ষী প্রদান শেষে মাইক্রোবাস যোগে কর্মস্থলে ফেরার পথে মহাসড়কের ওই এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই এসআই মনিরুজ্জামান নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং মাইক্রোবাসের চালক তুষারকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।