মা ইলিশ রক্ষায় আজ থেকে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
- / ১৮৯২ বার পড়া হয়েছে
মা ইলিশ রক্ষায় আজ থেকে নদ-নদীর ৬ অভয়াশ্রমে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। মাঝরাত থেকে এই নিষেধাজ্ঞা থাকবে ২৮ অক্টোবর পর্যন্ত।
এই সময়ে ইলিশ আহরণ,পরিবহন, বাজারজাত, মজুদ, ক্রয়-বিক্রয় সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে সরকার। এবার ইলিশের প্রজনন মৌসুমে বাড়তি সর্তকতায় রয়েছে নৌপুলিশ। চলছে সচেতনতামূলক প্রচারাভিযান, ইতিবাচক সাড়াও মিলেছে মৎস্যজীবীদের কাছ থেকে। চাঁদপুরের পদ্মা-মেঘনা, পটুয়াখালীর মহিপুর ও আলীপুরের শিববাড়িয়ায় বাড়ানো হয়েছে পুলিশি টহল।
প্রতি বছর আশ্বিনে পূর্ণিমার আগে এবং পরে ইলিশের ডিম ছাড়ার সময়। এ সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদী মোহনায় ছুটে আসে। সময় বিবেচনায় রেখে সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ দেয়া সংশ্লিষ্ট সবাইকে। কেউ আইন অমান্য করলে মৎস্য আইনে শাস্তি দেয়া হবে।