মা ইলিশ রক্ষার অভিযানে ভ্রাম্যমান আদালতের উপর জেলেদের হামলা

- আপডেট সময় : ০৫:৪৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
মাদারীপুরে মা ইলিশ রক্ষার অভিযানে ভ্রাম্যমান আদালতের কর্মকর্তাদের উপর জেলেরা হামলা চালিয়েছে। এরপর সেখান থেকে ১৪ জন ছাড়াও সিরাজগঞ্জ ও ঝালকাঠিতে আরো ৩২ জেলেকে আটক করা হয়েছে।
শিবচরের পদ্মা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় আহত হন আরডিসি মাহবুবুল হকসহ ৪ পুলিশ সদস্য। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অভিযানে ১৪ জেলেকে আটক করা হয়েছে।
মা ইলিশ ধরার দায়ে সিরাজগঞ্জে ২৫ জনকে কারাদণ্ড দিয়েছে আদালত। বেলকুচিতে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ ধরার অপরাধে তাদের ১২দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক করা হয়েছে। এসময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৯টি মাছ ধরার নৌকা ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। আটক জেলেদের দেয়া হয়েছে এক বছর করে কারাদণ্ড।
শনিবার সন্ধ্যায় মা ইলিশ সংরক্ষণে পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে রামনাবাদ নদীর বিভিন্ন পয়েন্ট থেকে কারেন্ট ও সুতার জাল জব্দ করা হয়।