মহিলা পুলিশ সদস্যদের সম্মান জানালো ‘জেসিআই ঢাকা ইস্ট’

- আপডেট সময় : ১১:৩৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
‘জেসিআই ঢাকা ইস্টের সদস্যরা’ ভাটারা থানার নারী পুলিশের সাথে নারী দিবস উদযাপন করেছেন। এসময় তাঁরা মহিলা পুলিশ সদস্যদের সঙ্গে সময় কাটান এবং আহমেদ ফুডের পক্ষ থেকে উপহার প্রদান করেন। দেশের নিরাপত্তা ও নিরাপত্তা রক্ষায় তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ একটি কেক কাটা হয়।
জেসিআই ঢাকা ইস্ট থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে ভাটারা থানার অতিরিক্ত উপ-কমিশনার অব পুলিশ বলেন, ‘পুলিশ বাহিনীতে আরও মহিলা অফিসার যোগদান করছে। তারা পুরুষদের সাথে সমান তালে কাজ করছে।’
আহমেদ ফুডের ব্যবস্থাপনা পরিচালক এবং জেসিআই ঢাকা ইস্টের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিনহাজ আহমেদ এই আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বলেন, ‘আগে আমাদের সমাজে নারীদের জন্য পুলিশ বাহিনীতে যোগদান ভাল চোখে দেখা হত না। আমি আনন্দিত যে এখন পরিস্থিতি বদলে যাচ্ছে। নারী দিবসের চেয়ে এই নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার ভালো উপায় আর কী হতে পারে।’