মহাপরিচালক মো. জামাল উদ্দীনের বিদায় সংবর্ধনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
- / ১৬৩২ বার পড়া হয়েছে
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মহাপরিচালক মো. জামাল উদ্দীনকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সকালে রাজধানীর সেগুনবাগিচায় অধিদপ্তরের কার্যালয়ে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগসহ বিভিন্ন অধিদপ্তনরের কমর্কর্তারা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বিদায়ী মহাপরিচালক জামাল উদ্দীনের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। জামাল উদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থাকার সময় ২০১৭ সালের ২৯ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। তার পর থেকে দেশব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রনে অগ্রনী ভুমিকা রাখেন তিনি। এছাড়া সারাদেশে ২০৯টি বেসরকারি নিরাময় কেন্দ্রের উন্নয়নেও কাজ করেন জামাল উদ্দীন আহমেদ।




















