মহান মুক্তিযুদ্ধে সীতাকুণ্ডে মিত্রবাহিনীর শহীদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধন
- আপডেট সময় : ০৮:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রামের সীতাকুণ্ডে মিত্রবাহিনীর অর্ধশতাধিক শহীদ স্মরণে নির্মিত ‘মৃত্যুঞ্জয়ী মিত্র’ নামের একটি স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়েছে।
সকালে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর উপস্হিতিতে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। এসময় স্মৃতিস্তম্ভটিকে মিত্রবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার নিদর্শন বলে উল্লেখ করেন ভারতীয় হাইকমিশনার। এর আগে সোমবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফ পরিদর্শন করেন বিক্রম কুমার দোরাইস্বামী। এসময় ভারতের সাবরুম আর বাংলাদেশের রামগড়ে নির্মানাধীন স্থলবন্দরের নির্মাণকাজ শেষ হলে দু’দেশের মধ্যে আন্তঃদেশীয় সংযোগের সাথে বন্ধুত্ব ও বাণিজ্য বাড়ার আশাও জানান তিনি। পরে তিনি স্থানীয় সংসদ সদস্য নজিবুল বশ মাইজভাণ্ডারীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এসময় ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ ব্যানার্জি, ফটিকছড়ির উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব উপস্থিত ছিলেন।





















