মশার লার্ভা ধ্বংসে ব্যবস্থা না নেয়ায় রেলওয়ে ও সিভিল এভিয়েশনের বিরুদ্ধে মামলার নির্দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- / ১৫৯২ বার পড়া হয়েছে
মশার লার্ভা ধ্বংসে ব্যবস্থা না নেয়ায় রেলওয়ে ও সিভিল এভিয়েশনের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।
সকালে রাজধানীর আশকোনায় ৪৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম পরিদর্শন করে এ নির্দেশ দেন তিনি। এ সময় তিনি বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া মশা নিধন সম্ভব নয়।প্রয়োজনীয় জনবল ও লজিস্টিকস না থাকলেও সংকট নিরসনে চেষ্টা করছে সিটি করপোরেশন। মেয়র আরো জানান, মশা নিধনে নিযুক্ত কর্মীদের বায়োমেট্রিক সিস্টেমে হাজিরার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া কর্মীদের তদারকি করতে নতুন করে ২৫ জন সুপারভাইজার নিয়োগ দেয়া হয়েছে।




















