মশার উপদ্রবে অতিষ্ঠ গাইবান্ধার মানুষ

- আপডেট সময় : ০১:৫৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
মশার উপদ্রবে অতিষ্ঠ গাইবান্ধার মানুষ। সন্ধ্যা থেকে রাত, এমনকি দিনেও নিস্তার নেই মশার কামড় থেকে। ফুটপাত থেকে বাসাবাড়ি, সব জায়গায় এখন মশার উপদ্রব। তবে পৌর মেয়র বলছে, মশক নিধনে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।
সপ্তাহখানেক ধরে গাইবান্ধায় মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে শহরবাসী। পৌর কর্তৃপক্ষ কিছু পদক্ষেপ নিলেও, খুব একটা সুফল মিলছেনা। এ অবস্থায় ডেঙ্গু চিকনগুনিয়াসহ মশাবাহিত নানা রোগের আশংকা করছে স্থানীয়রা।
গতবছর ডেঙ্গুর প্রকোপ ঠেকানোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে মশা নিধনে নালা-নর্দমা, ডোবা এবং নিজেদের বাড়িঘর নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
মশার প্রজনন ঠেকাতে ড্রেনগুলোতে বিশেষ ধরনের তেল ছিটানো হচ্ছে। ফগার মেশিন দিয়ে উড়ন্ত মশা মারার কার্যক্রমও চালু রয়েছে বলে জানান, পৌর মেয়র। মশক নিধনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে পৌরবাসী।