মরা খালে পরিণত হয়েছে মেহেরপুরের কাজলা, ছেউটিয়া, মাথাভাঙ্গা ও ভৈরব নদী

- আপডেট সময় : ০১:৫৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
কালের বিবর্তনে ক্রমেই মরা খালে পরিণত হয়েছে মেহেরপুরের কাজলা, ছেউটিয়া, মাথাভাঙ্গা ও ভৈরব নদী। এসব জায়গায় এখন চলছে ফসল আবাদ। কোথাও কোথাও বাঁধ দিয়ে মাছ চাষ করছে প্রভাবশালীরা।নদীগুলো দখল মুক্ত করে খনন করলে পুনরায় জীবন দেয়া সম্ভব বলে মনে করেন আইনবিদরা।
মেহেরপুরের কাজলা, ছেউটিয়া, মাথাভাঙ্গা ও ভৈরব নদী থেকে কয়েক হাজার মানুষ মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করতো। নদীগুলোর উৎসমুখ উন্ডিয়াতে একের পর এক বাধ নির্মাণ আর ভূমিদস্যুদের কবলে পড়ে মরা খালে পরিণত হয়েছে। এসব জায়গায় এখন চলছে ফসল আবাদ।
বর্তমানে নদী দখলমুক্ত করতে জেলা প্রশাসন থেকে যে পদক্ষেপ নেয়া হয়েছে তা দ্রুত বাস্তবায়ন জরুরি বলে মনে করছেন সচেতনমহল।
আইনবিদরা বলছেন, ১৯২৭ সালের রেকর্ড ধরে জরিপসহ নদীগুলো দখল মুক্ত করার পাশাপাশি খনন করলে আবারো নদীগুলোর নাব্য ফিরবে।
এদিকে, ১৪০ জনকে নদী দখলদার হিসেবে চিহ্নিত করে ৪০ জনকে উচ্ছেদ করা হয়েছে। সব নদীগুলো দখলমুক্ত ও পুনঃখনন হবে জানালেন জেলা প্রশাসক।