ময়মনসিংহের চরাঞ্চলের টমেটো ক্ষেতে মড়ক লেগেছে
- আপডেট সময় : ০৩:৪১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ১৫০৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহের চরাঞ্চলে টমেটো ক্ষেতে দেখা দিয়েছে মড়ক। এতে গাছ মরে ঝরে পড়ছে আধা-পাকা টমেটো। ধার দেনা করে আবাদ করা টমেটোর এমন ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। এমন পরিস্থিতিতে কৃষি বিভাগের সহযোগিতা ও পরামর্শ না পাওয়ার অভিযোগ চাষীদের। কৃষি বিভাগ বলছে, কৃষকদের সহযোগিতা ও পরামর্শ দিতে মাঠে রয়েছেন কৃষি কর্মকর্তারা।
ময়মনসিংহের সদর উপজেলার বোররচর ইউনিয়নের বিস্তৃত জমিতে টমেটো আবাদ করেন আব্দুল আজিজ এবং রফিকুল ইসলাম। ফলনও হয় বাম্পার। সম্প্রতি আধা-পাকা টমেটো গাছে দেখা দিয়েছে মড়ক। কীটনাশক ব্যবহারও কাজে আসছে না।
তাদের মত চরাঞ্চলের শতশত কৃষকের টমেটো ক্ষেতে দেখা দিয়েছে মড়ক। কৃষি অফিস থেকে কোন সহযোগিতা এবং পরামর্শ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন চাষীরা।
এদিকে কৃষি বিভাগ বলছে, চরাঞ্চলে টমেটোসহ অন্যান্য শীতকালীন সবজির রোগ বালাই দমনে কৃষকদেরকে দেয়া হচ্ছে সবধরণের পরামর্শ ও সহযোগিতা।
ময়মনসিংহের চরাঞ্চলে এবার ১২’শ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে টমেটো। উৎপাদন ঘাটতি হলে এর নেতিবাচক প্রভাব পড়বে বাজারে টমেটোর দামের উপর।




















