ময়মনসিংহে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অনিবন্ধিত থ্রি হুইলার

- আপডেট সময় : ১২:২০:৫২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
নেই চালকের লাইসেন্স। এমনকি নেই বাণিজ্যিক চলাচলেরও অনুমতি। তবুও ময়মনসিংহের সড়ক-মহাসড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজিচালিত অনিবন্ধিত থ্রি হুইলার। বড় ধরনের দুর্ঘটনা ঘটলে প্রশাসন নড়েচড়ে উঠলেও তা আবার থেমে যায় অদৃশ্য কারণে। নম্বরপ্লেট না থাকায় নিরাপত্তাহীনতায় চলাচল করছে যাত্রীরা। ঘটছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড।
মহাসড়কে নিষিদ্ধ থাকলেও ময়মনসিংহে দাপটের সাথে চলাচল করছে রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি চালিত থ্রি হুইলার। অনেকটাই বিলুপ্তের পথে এসব যানবাহনের নাম্বারপ্লেট, রুট পারমিট, চালকের লাইসেন্স না থাকলেও শোরুম থেকে গাড়ী নিয়েই চলছে বিভিন্ন সড়ক মহাসড়কে।
প্রশাসনের উদাসীনতার সুযোগে বেপরোয়া এসব যানবাহন হয়ে উঠেছে দুর্ঘটনার কারণ। নম্বরপ্লেট না থাকায় নিরাপত্তাহীনতায় চলাচল করছে যাত্রীরা। অভিযোগ আছে, বিআরটিএ’ র হয়রানির কারনে এসব যানবাহনের কাগজপত্র করতে আগ্রহ নেই মালিকদের।
দুর্ঘটনা রোধে সড়ক-মহাসড়কে এসব যানবাহনের চলাচল বন্ধের দাবি জানিয়ে আসলেও কোন প্রতিকার পাওয়া যায়নি বলে জানান নিরাপদ সড়ক চাই আন্দোলনের এ নেতা।
এদিকে বিআরটিএ বলছে, অনিবন্ধিত যানবাহন গুলোকে রেজিষ্ট্রেশনের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
সড়ক- মহাসড়কে চলাচলকারী এসব যানবাহনের ৯৫ ভাগই অবৈধ।