মধ্য ডিসেম্বর থেকে দেশে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ হতে পারে
- আপডেট সময় : ০১:৪৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
মধ্য ডিসেম্বর থেকে দেশে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ হতে পারে। তার রেশ ধরেই দেশজুড়ে বাড়ছে শীতের প্রকোপ। পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে ঘন কুয়াশা আর বাতাসের কারণে শীতের দাপট একটু বেশি। দুর্ভোগে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। মহাসড়কগুলোতে ভারী যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে।
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে হাঁড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। প্রতিদিনই তাপমাত্রা উঠানামা করায় এ জেলায় শীতের তীব্রতা অনেক বেশি। সঙ্গে ঘনকুয়াশার চাদর। তাপমাত্রা কিছুটা বাড়লেও ঐ অঞ্চলে বইছে হিমেল বাতাস।
সাতক্ষীরায় কুয়াশা ও হালকা শৈত্য প্রবাহে শ্রমজীবী মানুষ শীতকে উপেক্ষা করে বের হচ্ছেন কাজের সন্ধানে। শীতজনিত রোগে বৃদ্ধি পেয়েছে। মাস্ক ব্যবহারে সকলের প্রতি আহ্বান জানান স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা। ৬টায় সাতক্ষীরায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
এদিকে, মানিকগঞ্জে ভোর হতে কুয়াশার সাথে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। অপরদিকে নিম্ন আয়ের মানুষেরা শীতকে উপক্ষো করে কাজে নামতে বাধ্য হচ্ছে।



















