মধুপুরে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ ও এক আসামী নি’হত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ ও এক আসামী নিহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জামালপুর সদর থানার নারায়ণপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আজিজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ লালন নামের এক আসামীর ডিএনএ পরীক্ষা করাতে ঢাকায় যান। ফেরার পথে উপজেলার গোলাবাড়ীতে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই নয়নপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল নুরুল ইসলাম ও সোহেল রানার মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসামী লালনেরও মৃত্যু ঘটে।
গোপালগঞ্জে গাড়ী চাপায় অজ্ঞাত এক নারী মারা গেছেন। গতরাত ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।