মদ্যপ অবস্থায় বিএসএফ সদস্য আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
মদ্যপ অবস্থায় নওগাঁর ধামইরহাট সীমান্তে বিএসএফ সদস্যকে আটক করেছে এলাকাবাসী। পরে আটক দিলিপ কুমারকে স্থানীয় বিজিবি ক্যাম্পে সোপর্দ করা হয়।
স্থানীয় বিজিবির কর্মকর্তা লে. কর্ণেল এসএম নাদিম আরেফিন জানান, দিলিপ কুমার ইউনিফর্ম পরিহিত অবস্থায় ২৭১/৪ এস নম্বর মেইন পিলার দিয়ে বাংলাদেশে প্রবেশ করে চিৎকার শুরু করে। পরে গ্রামবাসী তাকে আটক করে বিজিবি ক্যাম্পে সংবাদ দেয়। বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটক দিলিপ বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। বিএসএফ এর সাথে পতাকা বৈঠক করে পরবর্তী সিন্ধান্ত নেয়া হবে।