মতিঝিলে মোদী বিরোধী বিক্ষোভ, পুলিশসহ অন্তত ১৫ জন আহত

- আপডেট সময় : ০৯:১৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। বিক্ষোভ মিছিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়।
এছাড়াও পুলিশ ঘটনাস্থল থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি থেকে মিছিল শুরু করে মুক্তাঙ্গনের দিকে যেতে চাইলে পুলিশ মিছিলে বাধা দেয়। প্রথমে মিছিলটি মতিঝিলের শাপলা চত্বরের দিকে যায়। সেখানে পুলিশের সঙ্গে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পরিচালিত হয়। পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক গুরুতরভাবে আহত হয়েছেন এ ঘটনায় থানার আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।