মঙ্গানুই টেস্টে দিন শেষে ১৫৩ রানে পিছিয়ে বাংলাদেশ

- আপডেট সময় : ০৯:০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
মাহমুদুল হাসান জয় ও নাজমুল শান্ত’র হাফ-সেঞ্চুরিতে মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে বাংলাদেশ। প্রথম ইনিংসে স্বাগতিকদের করা ৩২৮ রানের জবাবে ২ উইকেটে ১৭৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে টাইগাররা। দিন শেষে ১৫৩ রানে পিছিয়ে বাংলাদেশ। ৬৪ রানে আউট হন শান্ত, জয় অপরাজিত ৭০ রানে। এর আগে, মিরাজ ও শরিফুলের বোলিং তোপে ৩২৮ রানে প্রথম ইনিংসে অলআউট হয় নিউজিল্যান্ড।
অভিষেকটা ছিল ভয়াবহ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংসে আউট হয়েছিলেন যথাক্রমে শূন্য ও ৬ রানে। তাই পরীক্ষার বড় মঞ্চ ছিলো নিউজিল্যান্ডের প্রতিকূল কন্ডিশন।
ক্যারিয়ারের প্রথম অর্ধশতকে সে পরীক্ষায় সফল মাহমুদুল হাসান জয়। মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিনটা নিজেদের করে নিতে যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটারের অবদান অসামান্য। গড়েছেন রেকর্ড-ও। প্রথম বাংলাদেশি ওপেনার হিসেবে কিউই কন্ডিশনে খেলেছেন দুইশোর্ধ্ব বল। কাঙ্খিত তিন অঙ্কের ম্যাজিক ফিগারের লক্ষ্যে তৃতীয় দিন নামবেন ৭০ রানে অপরাজিত থেকে। ৮ রানে সঙ্গী মমিনুল হক।
জয় যদি হন নায়ক তাহলে প্রতিচ্ছ্ববি নাজমুল শান্ত। ৪৩ রানে সাদমানের উইকেট হারানোর পর দলকে টেনে তোলতে শান্ত’র অবদানো কম নয়। জয়কে সঙ্গে নিয়ে ১০৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে আলোর পথ দেখিয়েছেন শান্ত। ৬৪ করে শান্ত ফিরলে ভাঙ্গে এই জুটি।
দিনের বাকি সময় আর কোন বিপদ হতে দেননি জয়-মমিনুল। ২৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দ্বিতীয় দিন পার করে এই জুটি।
এর আগে, মিরাজ, শরিফুলের বোলিং তোপে প্রথম ইনিংসে ৩২৮ রানে অলআউট নিউজিল্যান্ড। ৫ উইকেটে ২৫৮ রান নিয়ে দিন শুরু করা কিউইরা ৭০ রান তুলতেই হারায় বাকি পাঁচ উইকেট।
রভিন্দ্র-টিম সাউদিদের আশার যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন হেনরি নিকোলস। তার ৭৫ রানের ইনিংসেই তিন’শ পার করে নিউজিল্যান্ড। ভয়ঙ্কর হয়ে ওঠা নিকোলসকে ফেরান মমিনুল। তিনটি করে উইকেট ভাগাভাগি করেছেন মিরাজ ও শরিফুল। পার্ট টাইম বোলার মমিনুলের শিকার ২ উইকেট।
দিনটা নিজেদের করে নিল বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ের পর আশা জাগানিয়া ব্যাটিং। তৃতীয় দিন আরও বড় চমকের অপেক্ষায় টাইগার ভক্তরা।
এদিকে, ছোট পরিকল্পনা করে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে জুটি গড়েছেন নাজমুল শান্ত। রান পেলেও ইনিংস বড় করতে না পারার আক্ষেপ ছিলো শান্ত’র কণ্ঠে। অন্যদিকে, জয় ও শান্ত’র শতরানের জুটিকে দলের জন্য গুরুত্বপূর্ন বলেছেন মেহেদি হাসান মিরাজ।