মক্কায় হোটেলে অগ্নিকাণ্ড : আট পাকিস্তানির মৃত্যু
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:১৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
 - / ১৭২৩ বার পড়া হয়েছে
 
সৌদি আরবের মক্কা শহরের এক হোটেলে অগ্নিকাণ্ডে আট পাকিস্তানি মারা গেছে এবং ছয়জন আহত হয়েছে।
গতকাল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দুর্ভাগ্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত এবং আহতদের পরিবারকে ত্রাণ সহায়তা দিতে কাজ করছে জেদ্দায় অবস্থিত পাকিস্তানি মিশন। নিহত ও আহতরা হজ করতে সেখানে অবস্থান করছিলেন। রেডিও পাকিস্তান জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ আহতদের সর্বোত্তম চিকিৎসা সুবিধা প্রদান এবং নিহতদের পরিবারকে সুবিধা দেয়ার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
																			
																		















