ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর সদস্যদের মাঝে টিকাদান শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর সদস্যদের মাঝে টিকাদান শুরু হয়েছে। সোমবার থেকে নিবন্ধকারীদের মধ্যে প্রতিদিন ৫শ জন টিকা নিতে পারবে সম্মিলিত সামরিক হাসপাতালে।
সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লে: জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। প্রথম দিনে প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবু হেনা মোস্তফা কামাল, এনডিসিসহ ২ শ সেনা কর্মকর্তা টিকা নিয়েছেন। সকল সেনা সদস্যকে ভ্যাকসিন নিয়ে করোনার থাবা থেকে সুরক্ষিত থাকার আহবান জানান ভারপ্রাপ্ত সেনা প্রধান। অনুষ্ঠানে ঊর্ধতন সেনাকর্মকর্তারা এবং বিভিন্ন পদবীর সামরিক ও অসামরিক সদস্যগণ উপস্থিত ছিলেন।