ভোটের রাজনীতিতে জনগণের অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়

- আপডেট সময় : ০৩:১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
ভোটের রাজনীতিতে জনগণের অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নিজ মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। কাদের বলেন, জনসমর্থন অনুযায়ী আওয়ামী লীগের আরো বেশি ভোট পাওয়ার কথা ছিলো। ভোট কেনো এত কম পড়েছে তা মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি।
ঢাকার দুই সিটি নির্বাচনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই প্রথম গণমাধ্যমের মুখোমুখি হলেন। শারীরিক অসুস্থতার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকায় নির্বাচন ইস্যুতে কোনো প্রতিক্রিয়া জানাতে পারেননি তিনি। নির্বাচনে ভোট কম হওয়া নিয়ে তিনি বলেন, পরীক্ষা, তিনদিনের ছুটি ও আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা এজন্য কিছুটা দায়ী।
প্রধানমন্ত্রী দেশে ফিরলে ওয়ার্কিং কমিটির সভা করা হবে জানিয়ে তিনি আরো বলেন, সামগ্রিকভাবে মোটামুটি ভালো নির্বাচন হয়েছে। তবে, জনগণের অনীহার বিষয়টি সুখকর নয়। এবারের নির্বাচনে বিএনপি ভালো ফলাফল করেছে বলেও মন্তব্য কাদেরের।