ভোটারদের আরো বেশি ভোট কেন্দ্রমুখী করে দলকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন এইচ টি ইমাম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ভোটারদের আরো বেশি ভোট কেন্দ্রমুখী করে দলকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ।
রাজধানীর গুলশানের একটি হোটেলে ডিমোক্রেসি ইন্টান্যাশনাল আয়োজিত বিভিন্ন জেলার আওয়ামী লীগ কর্মীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সরকারের উন্নায়ন ও সেবামূলক সম্পর্ক অবগত করতে গুরুত্ব দেয়ার পাশাপাশি দেশের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজা করতে হবে। এছাড়াও এ সব প্রশিক্ষণের মধ্য দিয়ে দলকে আরো শক্তিশালী করতে গ্রামগঞ্জে নৌকার পক্ষে ভোট চাওয়ার উপর গুরুত্ব দিতে বলেন এইচ টি ইমাম।