ভোটার ছাড়া নির্বাচন চুন ছাড়া পানের মতো : নির্বাচন কমিশনার

- আপডেট সময় : ০৫:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ভোটার ছাড়া নির্বাচন চুন ছাড়া পানের মতো। ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক হল রুম চত্বরে প্রথম ও দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় নির্বাচন কমিশনার আরও বলেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ছাড়া গণতন্ত্রের সৌন্দর্য থাকে না। তাই সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার আহ্বান জানান তিনি। প্রার্থীদের আচরণ বিধি মেনে চলাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রত্যেক প্রার্থীকে সমান চোখে দেখার নির্দেশ দেন।
এদিকে, নির্বাচন কমিশনার মোঃ আলমগীর জানিয়েছে, উপজেলা পরিষদ নির্বাচনে এমপি, মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে আচরণ বিধি আনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।