ভোটাধিকার না ফেরালে দেশে কোন ভদ্রলোক থাকতে পারবে না : আমীর খসরু

- আপডেট সময় : ০৫:৫০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকার মানুষের বাক-স্বাধীনতা, মানবাধিকার ও ভোটাধিকার কেড়ে নিয়েছে। এ অবস্থা থেকে উত্তরনের একমাত্র উপায় জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। তা না হলে বাংলাদেশ চোর-ডাকাত এবং দুর্নীতিবাজের আখড়ায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রাঙামাটিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনিস্টিটিউট মিলনায়তনে জেলা বিএনপির সাবেক সভাপতি শাহ আলমের শোক সভায় এসব কথা বলেন আমির খসরু। তিনি বলেন, এ অবস্থা চলতে থাকলে দেশে কোন ভদ্র মানুষ বসবাস করতে পারবে না। অতীতের মতো এবারও সরকার পতন আন্দোলন সফল হবে দাবি করে সবাইকে চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহবান জানান আমির খসরু। জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠিনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, সাবেক পার্বত্য মন্ত্রী মনি স্বপন দেওয়ান।