ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে বেসরকারী ফলাফল

- আপডেট সময় : ০৭:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে বেসরকারী ফলাফলা। ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। শেষ হয় বিকাল ৪টায়। নির্বাচনী এলাকা ও কেন্দ্রে আইনশৃঙ্খলার বাহিনী মোতায়েন থাকলেও পঞ্চগড়ে নির্বাচনী কর্মকর্তার গাড়ি ভাংচুর হয়। আহত হন পুলিশ সদস্য। অন্যদিকে, অনিয়মের অভিযোগে চাটমোহর, চালনা ও শাহজাদপুরে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীদের নির্বাচন বর্জন করেছেন। এদিকে, খুলনার চালনা পৌরসভা নির্বাচনের বিএনপি’র প্রার্থী আবুল খয়ের খান করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
পৌষের শীতকে উপেক্ষা করেই কেন্দ্রে কেন্দ্রে ছুটে গেছেন ২৪টি পৌরসভার ভোটাররা। প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে দিয়েছেন নিজেদের ভোট।
চট্টগ্রামের সীতাকুন্ডের পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপির ২ জন মেয়র প্রার্থীর পাশাপাশি রয়েছে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৮৬ জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন। তবে বিএনপি মেয়র প্রার্থীর অভিযোগ, তার কর্মী-সমর্থকদের কেন্দ্রে যেতে বাধা দেয়া হয়েছে। অন্যদিকে, আওয়ামী প্রার্থীর পাল্টা অভিযোগ, পরাজিত হবে জেনে নির্বাচনকে বিতর্কিত করছে বিএনপি।
এদিকে, ভোটগ্রহণের প্রথম প্রহরে অনিয়মের অভিযোগে পাবনার চাটমোহর পৌরসভার নির্বাচনের ভোট বর্জন করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী র্মীজা রেজাউল করিম দুলাল ও আব্দুল মান্নান। বেশিরভাগ কেন্দ্রে নৌকার এজেন্ট দেখা গেলেও অন্য প্রার্থীর এজেন্টদের দেখা যায়নি। প্রার্থীদের অভিযোগ, ভোট কেন্দ্রে থেকে তাদের এজেন্টদের জোরপূর্বক বের করে দেয়া হয়েছে।
একই অভিযোগে খুলনার চালনা ও সিরাজগঞ্জের শাহজাদপুরের নির্বাচন প্রত্যাখ্যান করেছেন বিএনপি প্রার্থী।
অন্যদিকে, পঞ্চগড় পৌরসভায় ভোটের প্রথম প্রহরে কেন্দ্রগুলোতে ভোটারদের বিপুল উপস্থিতি দেখা গেছে। ইভিএমের মাধ্যমে ১৫টি কেন্দ্রে ৯৭ বুথে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে, পৌরসভায় নির্বাচন কমিশনের গাড়ী ভাংচুরের খবর পাওয়া গেছে। এসময় এক পুলিশ সদস্য আহত হন।
রাজশাহীর কাটাখালি ও পুঠিয়া পৌরসভার সব কেন্দ্রেই ইভিএমে ভোট হওয়ায় কিছুটা বিড়ম্বনায় পড়েন সাধারণ ভোটাররা।
কড়া নিরাপত্তায় ৯টি ওয়ার্ডের ১০টি ভোটকেন্দ্রে ভোট দেন ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার ভোটাররা। নির্বাচনে মেয়র পদে ২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২১ জন প্রার্থী আছেন।
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ পৌরসভায় ইভিএমে প্রথমবার ভোট দিতে পেরে অনেকেই খুশি। প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃংখলা বাহিনী মোতায়েন রয়েছে। এ পৌরসভার মোট ভোটার ২১ হাজার ১শ ৭৯জন আর ভোট কেন্দ্র-৯টি।
প্রশাসনের কড়া নজরদারীতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কুয়াকাটা পৌরসভায় দ্বিতীয়বারের মত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৯টি ওয়ার্ডে মোট আট হাজার ১শ ২২জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
প্রথম ধাপে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৬ জন মেয়র, কাউন্সিলর ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পৌষের শীতের তীব্রতায় মানিকগঞ্জের কয়েকটি কেন্দ্রে ভোটাররা দেরিতে ভোটকেন্দ্রে পৌঁছেন।
চুয়াডাঙ্গা পৌরসভায় মোট ভোটার ৬৭ হাজার ৮০৮ জন। ৯টি ওয়ার্ডে ৩৩টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোট দিচ্ছেন। সুনামগঞ্জের দিরাই পৌর এলাকায় ২টি কেন্দ্রে ইভিএমে ভোট নেয়া হয়।
কুড়িগ্রামে, ৫ জন, কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৩ জনকে নির্বাচিত করতে সকাল থেকেই ভোটকেন্দ্রে গেছেন ৫৬ হাজার ৩শ ৯৫ জন ভোটার।