ভোটকেন্দ্রের তালিকা ও নিরাপত্তা পরিকল্পনায় ব্যস্ত নির্বাচন কার্যালয়গুলো

- আপডেট সময় : ০৩:০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশের নির্বাচন কার্যালয়গুলো এখন ভোটকেন্দ্রের তালিকা তৈরি, নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামোগত সংস্কারের তালিকা তৈরিতে ব্যস্ত। এরই অংশ হিসেবে চট্টগ্রামে ২’শ ৭৭টি ভোটকেন্দ্র মেরামতে বরাদ্দ চাওয়া হয়েছে। একইসঙ্গে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদসহ নানা আনুষঙ্গিক কাজে ব্যস্ত চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনী উত্তাপের আঁচ লেগেছে দেশের তৃণমূল নির্বাচন কমিশনগুলোতে। সারাদেশের মত চট্টগ্রামেও শুরু হয়েছে ভোট আয়োজনের তোড়জোড়। এরইমধ্যে নির্বাচন কেন্দ্র পরিদর্শন, অবকাঠামো পরিস্থিতি, কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থাসহ নানা বিষয়ে প্রতিবেদন তৈরি করেছে চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশন। একইসঙ্গে চলছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমসহ নানা আনুষঙ্গিক কাজ।
তবে চট্টগ্রামে বেশি গুরুত্ব পাচ্ছে ভোটকেন্দ্র সংস্কারের কাজ। এরইমধ্যে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে ২৭৭টি ভোট কেন্দ্রের তালিকা প্রণয়ন করা হয়েছে, যেগুলো জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন। এসব কেন্দ্রের কোনটির সীমানা প্রাচীর নির্মাণ, কোনটির দরজা-জানালাসহ নানা ধরনের অবকাঠামোগত মেরামত প্রয়োজন জানিয়ে চিঠি দেয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে।
চট্টগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা জানান মাধ্যমিক বিদ্যালয়ে যেসব ভোটকেন্দ্রগুলো হবে, ওইগুলোর প্রস্তুতির আনুমানিক ব্যয় নির্ধারণ করে ঢাকায় পাঠানো হয়েছে।