ভোট ও ভাতের অধিকার দিতে সচেষ্ট থেকে জনগণের সেবা করেছে আওয়ামী লীগ : কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
- / ১৮৬২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণের রায় ছাড়া কখনো ক্ষমতার মসনদে বসেনি আওয়ামী লীগ।
তেজগাঁওয়ে ঢাকা উত্তর মহানগরের আয়োজনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের আরো বলেন, ভোট ও ভাতের অধিকার দিতে সচেষ্ট থেকে জনগণের সেবা করেছে আওয়ামী লীগ। তাই তফসিল ঘোষণার পর সর্বাত্মক আইন কানুন মেনেই নির্বাচন কমিশনকে সহযোগিতা করা হবে বলে জানান তিনি। শেখ হাসিনার দল কখনোই অগণতান্ত্রিক রীতিনীতি চর্চাও করেনি কিংবা হাঁটে নি দেশবিরোধী ষড়যন্ত্রের পথে।























