ভৈরবের স্রোতস্বিনী মেঘনা এখন প্রভাবশালীর ঘেরের দখলে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
ভৈরবের স্রোতস্বিনী মেঘনা এখন প্রভাবশালীর ঘেরের দখলে। নদীতে মাছ শিকারে যেতে জেলেদের বাধা দিচ্ছে দখলদাররা। কর্মহীন হয়ে পড়ায় মানবেতর জীবন কাটাচ্ছে জেলেরা। নদী সবার জন্য উন্মুক্ত করে দেয়ার দাবী জানিয়েছে তারা। অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায়, প্রশাসন।
ভৈরবে মেঘনার মূল নদীতে ২৫৪টি ঘের বানিয়ে অবৈধভাবে দখল করে রেখেছে প্রভাবশালীরা। জেলেদের জন্য উন্মুক্ত রাখার কথা থাকলেও, এথন তারা নদীতে নামতেই পারছেনা। জাল নিয়ে গেলে তাদের ধরে মারধর করে দখলদাররা। নদী জুড়ে ঘের স্থাপন করায় সরু হয়ে পড়েছে নৌ চলাচলের পথ। মাছ ধরতে না পাড়ায় মানবেতর জীবন-যাপন করছে জেলেরা।
প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে, প্রশাসন। মেঘনা নদীকে দখলমুক্ত রাখার দাবি জানিয়েছে, ক্ষুব্ধ জেলেরা।











