ভূমিকম্পের অজুহাতে ঢাবি বন্ধ ঘোষণায় ক্ষোভ শিক্ষার্থী ও বিশিষ্টজনদের
- আপডেট সময় : ০৪:২০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ১৫০৪ বার পড়া হয়েছে
ভূমিকম্পের অজুহাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী,অভিভাবকসহ বিশিষ্টজনরা। তারা বলছেন, কোন প্রকার আলোচনা ছাড়াই এমন হঠকারি সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। তবে ঢাবি বন্ধ রাখাকে কেন্দ্র করে রাজনীতি না খোঁজার আহ্বান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধের মেয়াদ আরও বাড়ছে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। তিনি জানান, হলগুলোর সংস্কার করে শিক্ষার্থীদের পাঠদান ঝুঁকিমুক্ত করতে এমন সিদ্ধান্তে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গেল ২১ নভেম্বর ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা। রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পে মৃত্যু হয় দশ জনের। আহত হন শতাধিক মানুষ।
ভূমিকম্পে ঢাকা ও আশপাশ জেলার ২১টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলসহ কয়েকটি হলে ফাটল ধরে। আতংকিত হয়ে হল থেকে নামতে গিয়ে আহত হন শিক্ষার্থীরা। পরিস্থিতি বিবেচনায় পাঠদান কার্যযক্রম বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এমন সিদ্ধান্ত কতটুকু বাস্তবসম্মত তা নিয়ে ক্ষোভ শিক্ষার্থী ও অভিভাবকদের।
শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয় এখন নীরব। শ্রেণীকক্ষের দরজায় ঝুলছে তালা। হলগুলোতে চলছে সংস্কার।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, বুয়েটসহ সংশ্লিষ্ট কমিটিগুলোর প্রস্তাব অনুযায়ী সিদ্ধান্ত নেবে ঢাবি প্রশাসন।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন বলেন বিশ্ববিদ্যালয় বন্ধ নিয়ে ভিন্নমত থাকতে পারে, কিন্তু শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে প্রশাসন।
তবে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখাকে অযৌক্তিক বলছেন বিশিষ্টজনরা।এসএ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ।গণমাধ্যমের মালিক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্তকে সমর্থন করতে রাজি নন। তার মতে, গেল পনের বিশ বছরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দেশের শিক্ষা ব্যবস্থা ।
সংস্কার কার্যক্রমকে কেন্দ্র করে ফ্যাসিবাদি দুর্বৃত্তায়ন থেকে সতর্ক থাকার কথাও বলেন সালাহউদ্দিন আহমেদ।




















